ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চন্দ্রজয়ের দৌড়ে জাপানের সফল রকেট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
চন্দ্রজয়ের দৌড়ে জাপানের সফল রকেট উৎক্ষেপণ

চাঁদের উদ্দেশে সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে জাপান। চলতি বছর চতুর্থবারের চেষ্টায় বৃহস্পতিবার এই সফল উৎক্ষেপণে সক্ষম হয় দেশটি।

আগের চেষ্টা খারাপ আবহাওয়ায় ভেস্তে গিয়েছিল।  

উৎক্ষেপণ করা রকেটের সঙ্গে যুক্ত রয়েছে একটি ল্যান্ডার। এই ল্যান্ডারকে বলা হচ্ছে ‘মুন স্নাইপার’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে এটি চাঁদে অবতরণের চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে।  

গত বছর দুবার জাপানের চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে ব্যর্থ হয়। এই ব্যর্থতাকে দেশটির মহাকাশ কর্মসূচির জন্য ধাক্কা হিসেবে দেখা হয়। যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারতের পর জাপান চন্দ্রজয়ে পঞ্চম দেশ হওয়ার চেষ্টায় রয়েছে।  

দুই সপ্তাহ আগে ভারতের মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি সফলভাবে অবতরণের ইতিহাস গড়ে।  

জাপানি মহাকাশযানটি চাঁদের কাছাকাছি শিওলি গর্তের কাছে একটি অবস্থানের ১০০ মিটারের (৩২৮ ফুট) অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এটি চাঁদের কক্ষপথে আগামী চার মাসের মধ্যে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ