ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খামার থেকে পালিয়ে গেল ৭০ কুমির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
খামার থেকে পালিয়ে গেল ৭০ কুমির

চীনের গুয়াংডং প্রদেশের মাওমিং শহরের একটি খামার থেকে ৭০টির বেশি কুমির পালিয়েছে। চীনা গণমাধ্যম বলছে, ওই খামারে লেকের পানি ঢুকে যায়।

সেই সুযোগে কুমিরগুলো পালায়।

মাওমিং কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলেছে। কুমিরগুলোর খোঁজ চলছে। কিন্তু সেখানে এত বেশি ঝড়বৃষ্টি হচ্ছে যে, ভালো করে খোঁজাও যাচ্ছে না।

চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর) জানিয়েছে, কুমিরগুলো এখনো পানিতেই আছে। তাদের ধরা যায়নি।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কী পরিস্থিতিতে কুমিরগুলো পালালো, তা তদন্ত করে দেখা হচ্ছে। কতগুলো কুমির পালিয়েছে, তার ঠিক সংখ্যাও তাদের কাছে নেই।

বেইজিং নিউজের রিপোর্ট বলছে, জরুরি বাহিনীকে কুমির ধরার জন্য পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টির ফলে চারপাশ পানিতে ভরে গেছে। তাই কুমিরের খোঁজ করতে গিয়ে তারা অসুবিধায় পড়েছেন। তারা যন্ত্রচালিত নৌকায় করে খোঁজ করছেন।

চীনে চামড়া ও মাংসের জন্য কুমির পালন করা হয়। চীনের চিরাচরিত ওষুধ তৈরির কাজেও তা লাগে। ওই খামারে ৬৯টি পূর্ণবয়স্ক ও ছয়টি বাচ্চা কুমির ছিল। খামারটি লেকের কাছেই।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।