ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানবপাচারের অভিযোগে জার্মানিতে গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
মানবপাচারের অভিযোগে জার্মানিতে গ্রেপ্তার ৫

জার্মানিতে মানবপাচারের আস্তানা সন্দেহে কয়েকটি বাসায় অভিযান চালাতে গিয়ে একশরও বেশি সিরিয়ানকে উদ্ধার করেছে পুলিশ।  

সিরীয় অভিবাসনপ্রত্যাশীদের জার্মানিতে নিয়ে আসছে একটি চক্র, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় মানবপাচারে জড়ানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজনই সিরিয়ার। জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তারা।

সংবাদসংস্থা ডিপিএ জানাচ্ছে, তাদের সবারই পরিবার জার্মানিতে রয়েছে ও তাদের বিরুদ্ধে একশরও বেশি সিরিয়ানকে অবৈধভাবে জার্মানিতে নিয়ে আসার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানায় জার্মানির উত্তরাঞ্চলের শহর স্টাডের দুজন নারী ও এক পুরুষ, পশ্চিমাঞ্চলের শহর গ্লাডবেকে আরেকজন নারী ও পুরুষের কথা উল্লেখ করা হয়।

যাদের জার্মানিতে নিয়ে আসা হয়েছিল, তারা প্রত্যেকে মাথাপিছু তিন থেকে সাত হাজার ইউরো দিয়েছেন দালালদের। এই অর্থ দিয়ে অভিযুক্তরা স্বর্ণ কিনেছেন বলে জানাচ্ছে ডিপিএ।

পুলিশ সূত্র বলছে, মানবপাচারের পাশাপাশি এই চক্রের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগও আছে। জার্মানির হেসেন, বাভারিয়া ও ব্রেমেন রাজ্যেও অভিযান চালায় পুলিশ। সব মিলিয়ে সাড়ে তিনশরও বেশি জায়গায় অভিযান চালাতে হয় তাদের।

সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।