ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শপিংমলে বাতাসে টাকা উড়িয়ে ভাইরাল সেই ব্যক্তি গ্রেপ্তার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
শপিংমলে বাতাসে টাকা উড়িয়ে ভাইরাল সেই ব্যক্তি গ্রেপ্তার 

শপিংমলে বাতাসে উড়ছে টাকা। যে যেভাবে পারছে, সেই টাকা কুড়িয়ে পকেটে ভরছে।

 

এমন দৃশ্য সিনেমায় দেখা গেলেও এবার ঘটল বাস্তবে।

গত ১ অক্টোবরে ভারতের রাজস্থানের জয়পুর শহরের মালভিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি গাড়ির ওপর দাঁড়িয়ে লাল জাম্পস্যুট সালভাদর ডালি মুখোশ পরা এক ব্যক্তি শূন্যে রুপি ছড়িয়ে দিচ্ছেন। সবই ২০ রুপির নোট। আর গাড়ির আশপাশে দাঁড়িয়ে লোকজন সেই রুপি কুড়োতে ব্যস্ত।

মূলত রুপি ওড়ানোর ভিডিও বানিয়ে রিল তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই এই কাণ্ড করেছিলেন ওই মাস্কম্যান।

কিন্তু সেই রিল তৈরি করতে গিয়ে বিপদে পড়লেন তিনি। তাকে গ্রেপ্তার করেছে জয়পুর থানা পুলিশ।

 

#WATCH - Man dressed as Money Heist character showers currency notes in Jaipur. #ViralVideo #Jaipur #Rajasthan #MoneyHeist #currency #INDIA #Character #VIRAL pic.twitter.com/4QntE6T440

— mishikasingh (@mishika_singh) October 3, 2023

 

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম অজয় শর্মা। তিনি জয়পুরের প্রতাপনগরের বাসিন্দা। গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা জ্ঞানচন্দ্র যাদব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু হয়। তিনি যে গাড়িটির ওপর দাঁড়িয়ে রুপি ছড়াচ্ছিলেন, সেটির রেজিস্ট্রেশন নম্বর বের করে ওই ব্যক্তির খোঁজ বের করা হয় এবং গত ৩ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।  

গাড়িটি জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত অজয় শর্মার বিরুদ্ধে শান্তি বিনষ্ট ও মোটর পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।  

 

A person attempting to gain social media fame by throwing money from top of a car in Jaipur was arrested on October 3, 2023. pic.twitter.com/o2CIXxJeGh

— Jaipur Police (@jaipur_police) October 3, 2023

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া, এনডিটিভি 

বাংলাদেশ  সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।