ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৫

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে আরও পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পরই পশ্চিম তীরে সহিংসতার ঘটনা বেড়েছে।

খবর আল জাজিরা।

ইসরায়েলি বাহিনী সোমবার বলেছে, তাদের বাহিনী উত্তরের শহর জেনিনে এক অভিযানে বিস্ফোরক ডিভাইসের মুখোমুখি হয়। অন্যদিকে হেবরনের কাছে আরেকটি অনুপ্রবেশকে তারা সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে আখ্যা দেয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জেনিন শরণার্থী শিবিরে ভোরের দিকে অভিযানে চারজনের প্রাণ গেছে যাদের বয়স ২৩ থেকে ২৮ এর মধ্যে। শিবিরটি সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ঘাঁটি। প্রায়ই এখানে অভিযান চালায় ইসরায়েলি সেনারা।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আহত হয়েছেন নয়জন।  

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলছে, শতাধিক সামরিক যান ও দুটি বুলডোজার এই অভিযানে অংশ নেয়।

সামরিক ড্রোনগুলো এলাকাজুড়ে ঘোরাফেরা করে এবং সেনা স্নাইপাররা জেনিনের প্রধান হাসপাতালের চারপাশের ভবনগুলোতে অবস্থান নেয়।

সাঁজোয়া সামরিক বুলডোজার দিয়ে হাসপাতালের পরিধির প্রাচীরের কিছু অংশ ভেঙে ফেলা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যরা সড়কের নিচ থেকে একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করে, যেটি তাদের ওপর হামলার জন্য রাখা হয়েছিল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলছে, হেবরনের কাছে ইয়াত্তা শহরে ইসরায়েলি বাহিনী ২৩ বছর বয়সী একজনকে হত্যা করেছে।  

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তাদের বাহিনী কাঙ্ক্ষিত সন্দেহভাজনদের ধরতে ওই এলাকায় সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।