ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘আল শিফা হাসপাতালে লুকোনোর কিছু নেই’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
‘আল শিফা হাসপাতালে লুকোনোর কিছু নেই’

গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে যা চলছে তা বিশ্ববাসী থেকে লুকোনোর কিছু নেই বলে মন্তব্য করেছেন সেখানকার স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা।

বুধবার (১৫ নভেম্বর) আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

কুদরা বলেছেন, আল শিফায় এখন শুধুমাত্র রোগী, চিকিৎসক ও বাস্তুচ্যুত মানুষগুলো অবস্থান করছেন। আমাদের ভয় পাওয়ার বা লুকানোর কিছু।

বুধবার স্থানীয় সময় ভোরে তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের এ উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা বিশ্ববাসী জানে, দেখছে। এখানে লুকোনোর মতো কিছু নেই।

হাসপাতালটি ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার দিয়ে বেষ্টিত। কয়েক ডজন ইসরায়েলি সৈন্য হাসপাতালের জরুরি বিভাগের ভবনে প্রবেশ করেছে।

আল শিফার চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ৬৫০ রোগী অবস্থান করছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত পাঁচ থেকে ৭ হাজার বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক হাসপাতালের মাঠে অবস্থান করছেন। তারা সবাই ইসরায়েলি স্নাইপার ও ড্রোনের অবিরাম গুলির মুখোমুখি হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।