ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে থানায় হামলা, ১১ পুলিশ সদস্য নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
ইরানে থানায় হামলা, ১১ পুলিশ সদস্য নিহত 

ইরানের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদিল। এ ঘটনায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও সাতজন। আহতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিরক্ষায় ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে জইশ আল আদিলের কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন।  

হামলার পর পরই আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশে সক্রিয় সংগঠন জইশ ই আদল এর দায় স্বীকার করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গভীর রাত ২টার দিকে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরে এই হামলার ঘটনা ঘটে।  

শুক্রবার (১৫ ডিসেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছে তেহরান। রাস্ক শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হামলার তদন্তের জন্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ‘জরুরি আদেশ’ জারি করেছেন দেশটির পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান।  

ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্ত শহর ও গ্রামগুলোতে বেশ ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে।  

এ ছাড়া দুই দেশের অস্ত্র ও মাদক সরবরাহকারীদের কাছেও রুট হিসেবে সিস্তান-বেলুচিস্তান ও বেলুচিস্তানের সীমান্তপথ বেশ প্রসিদ্ধ।  

সাম্প্রতিক বছরগুলোতে সিস্তান ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে।  এসব হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে ইরানি কর্তৃপক্ষ।

শুক্রবারের ঘটনার পাঁচ মাস আগে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাতে প্রদেশে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।