বড়দিনে ফিলিস্তিনের গাজায় আরও জোরদার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ ভূখণ্ডটিতে গত ২৪ ঘণ্টায় বর্বর ইসরায়েলি আগ্রাসনে ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি এই হামলায় বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।
গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসনে ক্রিসমাসের আগের রাতে সবচেয়ে বোমা হামলা করা হয়। ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানায়, খান ইউনিস, বুরেজ, জিহর আল-দিক এবং নুসিরাত-এ রাতারাতি ইসরায়েলি বোমা হামলায় ফিলিস্তিনিরা নিহত হয়েছেন।
ইসরায়েলি এই হামলায় বহু ভবন মাটিতে মিশে যায় এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি আল জাজিরাকে জানায়, তারা পেশগত দায়িত্ব পালনে গাজায় প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর নিগ্রহের সম্মুখীন হচ্ছে, তাছাড়া গাজায় প্রবেশ করা সাহায্য বেসামরিক মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়।
রেড ক্রিসেন্ট ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২০ হাজার ৬৭৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫৪ হাজার ৫৩৬ জন আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনিদের গাজা ছাড়তে তাড়া দিতে চান বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। হামাস এই বক্তব্যের নিন্দা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমএম