মালয়েশিয়ায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে এই অভিযান চালানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার দিবারাত সোয়া ১১টায় শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই অভিযান চালানো হয় এবং অভিযানে মোট এক হাজার বিদেশিকে তল্লাশি করা হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন।
তিনি বলেন, আটক অবৈধ অভিবাসীরা প্রতি ফ্ল্যাটে আট থেকে ১০ জন করে বাস করছিলেন। তারা অ্যাপার্টমেন্টের আশেপাশে শপিং সেন্টারসহ বিভিন্ন দোকান ও নির্মাণ সাইটে কাজ করতেন। অভিযান পরিচালনার সময় বেশ কিছু অভিবাসী ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে।
তিনি আরও বলেন, কিছু বন্দিদের এখানে পরিবার রয়েছে, অন্যরা সামাজিক ভিজিট পাস ব্যবহার করে মালয়শিয়ায় প্রবেশ করেছেন কিন্তু এই আবাসিক এলাকার আশপাশে চাকরি করছিলেন বলে মনে করা হচ্ছে। যদিতাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয় তবে অধিকতর তদন্তের জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে। আর এই এলাকার যেসব স্থানীয় বিদেশিদের বাড়ি ভাড়া দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এম এম