ইউরোপীয় কাউন্সিল এ ঘোষণা দিয়েছে এ বছরের মার্চ থেকে রোমানিয়া ও বুলগেরিয়াকে শেনজেনভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ২৭।
শেনজেন অঞ্চলে ইইউর ২৭ সদস্যের ২৩টি অন্তভুক্ত। ইইউর সদস্য নয় এমন চারটি দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টেইন শেনজেন অঞ্চলের আওতাভুক্ত। তবে রোমানিয়া ও বুলগেরিয়া ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হয়েও ভিসামুক্ত শেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি।
মূলত অস্ট্রিয়ার আপত্তির মুখে শেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি রোমানিয়া ও বুলগেরিয়ার। অস্ট্রিয়া বলে আসছিল শেনজেনের বহিঃসীমানার সুরক্ষাব্যবস্থা দুর্বল যার কারণে অস্ট্রিয়াকে অস্বাভাবিকসংখ্যক অবৈধ অভিবাসী আশ্রয় দিতে হয়েছে।
তবে আলাপ-আলোচনার পর অবশেষে শেনজেন অঞ্চলে রোমানিয়া ও বুলগেরিয়াকে আংশিকভাবে অন্তর্ভুক্ত করার ব্যাপারে রাজি হয়েছে অস্ট্রিয়া।
গতকাল ইউরোপীয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, এই দুই দেশের (রোমানিয়া ও বুলগেরিয়া) আকাশ ও সমুদ্রসীমান্তের নিয়ন্ত্রণ আগামী ৩১ মার্চ তুলে নিতে সর্বসম্মতভাবে রাজি হয়েছে ২৭ সদস্যের ইইউ।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এমএম