ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৫২ বছর পর সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
৫২ বছর পর সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি 

নতুন বছরে নতুন এক খবর দিয়ে জনগণের মাঝে বিস্ময় ছড়িয়ে দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে।  

টেলিভিশনের পর্দায় হাজির হয়ে সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।  

এতে বলা হয়েছে, ডেনিশ টেলিভিশনে নতুন বছরের ঐতিহ্যবাহী বক্তৃতার সময় ৮৩ বছর বয়সী মার্গ্রেথে জানিয়েছেন, ২০২৪ সালের শুরুতেই তার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন হস্তান্তর করবেন।  

মার্গ্রেথে জানান, আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে।  

সিংহাসন ছাড়লেও ইউরোপের মধ্যে তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রানি। ১৯৭২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি।  

সিংহাসন হস্তান্তরের কারণ হিসেবে নিজের অসুখের কথা জানিয়েছেন তিনি।

রানি দ্বিতীয় মার্গ্রেথে বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারিতে আমার পিঠে অস্ত্রোপচার হয়। এর পরই ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হয়ে পড়ি। এজন্য পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা করি। ’

তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখনই সঠিক সময়। দুই সপ্তাহের মধ্যে ডেনমার্কের রানি হিসেবে দায়িত্ব পালনের ৫২ বছর হবে আমার। আগামী ১৪ জানুয়ারি আমি আমার প্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর, আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি। ’ 

নববর্ষ উপলক্ষ্যে দেওয়া রানির এই ভাষণ ডেনমার্কের বহু মানুষ দেখেছেন।

রাজা ফ্রেডেরিক IX এর মৃত্যুর পর ১৪ জানুয়ারি ১৯৭২ সালে রানি দ্বিতীয় মার্গ্রেথে ডেনমার্কের সিংহাসনে বসেন।

গত বছর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর মার্গ্রেথে ইউরোপের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজা হন।

আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।

এদিকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় রানি মার্গ্রেথেকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।