ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ান ম্যারি হবেন ডেনমার্কের রানি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪

অস্ট্রেলীয় বংশোদ্ভূত ক্রাউন প্রিন্সেস ম্যারি ডোনাল্ডসন হতে যাচ্ছেন ডেনমার্কের পরবর্তী রানি। ১৪ জানুয়ারি তার স্বামী যুবরাজ ফ্রেডরিক সিংহাসনে বসবেন।

তিনি তার মা দ্বিতীয় মারগ্রেথের স্থলাভিষিক্ত হবেন।

ম্যারি শুরু থেকেই ডেনমার্কে বেশ জনপ্রিয়। ডাচ ভাষা শিখে ডেনমার্কবাসীর মনে জয় করেছেন তিনি। গত ডিসেম্বরে এক টিভি জরিপে প্রকাশ পায়, দেশটির রাজপরিবারের সদস্যদের মধ্যে জনপ্রিয় তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ম্যারি। প্রথম স্থানে রানি মারগ্রেথ এবং এরপর তার ছেলে ফ্রেডরিক।

নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রানি দ্বিতীয় মারগ্রেথ সিংহাসন ছাড়ার ঘোষণা দেন। ভাষণে সন্তান ফ্রেডরিককে সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করে জানান, বয়স ও স্বাস্থ্যের কারণে তিনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। সিংহাসন গ্রহণের ৫২ বছর পর শারীরিক সমস্যার কারণে সরে দাঁড়াচ্ছেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারিতে রানি মারগ্রেথের পিঠে সফল অস্ত্রোপচার হয়েছিল। ২০২২ সালের ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর মারগ্রেথই ইউরোপে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকা রাষ্ট্রপ্রধান।

২০০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় অস্ট্রেলিয়ার সিডনির স্লিপ ইন বারে ম্যারির সঙ্গে ফ্রেডরিক দেখা হয়। এক সাক্ষাৎকারে ম্যারি বলেছিলেন, প্রথমবার যখন আমাদের দেখা হয়, আমরা দুজন হাত মিলিয়েছিলাম। আমি জানতাম না, তিনি ডেনমার্কের যুবরাজ। আধা ঘণ্টা পর একজন এসে আমাকে বলেছিলেন, ‘আপনি কি জানেন, এরা কারা?’

পরে ম্যারি জানতে পারলেন ফ্রেডরিক ডেনমার্কের যুবরাজ। তার সঙ্গে থাকা বন্ধুদের অনেকেই ইউরোপীয় অনেক রাজপরিবারের সদস্য।  

ম্যারি ডোনাল্ডসনের জন্ম ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়ার হোবার্টে। ২০০৩ সালের অক্টোবরে বাগ্‌দান এবং ২০০৪ সালের ১৪ মে কোপেনহেগেন ক্যাথেড্রালে বিয়ে করেন যুবরাজ ফ্রেডরিক এবং ম্যারি।

 

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।