ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহত বেড়ে ২৩ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় ২৪৯

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
গাজায় নিহত বেড়ে ২৩ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় ২৪৯

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় ২৪৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

খবর আল জাজিরার।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫১০ জন আহত হয়েছেন। আর আহত হয়েছেন ২৪৯ জন।  

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হন। তবে শুরুতে এ সংখ্যা আরও বেশি বলা হয়েছিল।
 
সেই ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৩ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি ইসরায়েলে হামলায় আহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার ৬০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে খবরে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।