ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রিপাবলিকান মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন ক্রিস ক্রিস্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
রিপাবলিকান মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন ক্রিস ক্রিস্টি

ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নিউ জার্সির সাবেক গভর্নর ও রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন।

নিজে সরে গেলেও ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হতে দেবেন না বলে অঙ্গীকার করেছেন তিনি।

 ক্রিস্টি বলেন, আমি নিশ্চিত করছি কোনওভাবেই ডোনাল্ড ট্রাম্পকে আর কখনওই আমেরিকার প্রেসিডেন্ট হতে দেব না। এটি আমার নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক জরিপে নির্বাচনী দৌড়ে পিছিয়ে ছিলেন রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতেই ট্রাম্প বিরোধীদের এই পদক্ষেপ।

জরিপে দেখা দেখেছে, রিপাবলিকান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রার্থী প্রতিযোগিতায় ক্রিস্টি না থাকলে ট্রাম্প ৪৬ শতাংশ থেকে ৩২ শতাংশের ব্যবধানে হ্যালিকে বেছে নেবেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়কে দুই-প্রার্থীর প্রতিযোগিতায় রূপান্তরিত করতে পারে।

 

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪

এম এম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।