বছরের প্রথম দিন ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। সেই ভূমিকম্পে নিহত হয়েছিল ২১৩ জন।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সে দিনের ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্র ঘেঁষে নতুন জমি জেগে উঠেছে। উপগ্রহচিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল সীমা গিয়েছে। টকিয়ো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তরপশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত ১০টি স্থানে নতুন জমি জেগে ওঠার (কোস্টাল আপলিফ্ট) প্রমাণ পেয়েছেন তারা। খবর জাপানস টাইমস।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-র বিশেষ কৃত্রিম উপগ্রহ ‘অ্যাডভান্সড ল্যান্ড অবজারভিং স্যাটেলাইট-২’-এর পাঠানো ছবিতেও বিষয়টি ধরা পড়েছে।
অ্যাসোসিয়েশন অফ জাপানিজ জিওগ্রাফার প্রকাশিত একটি অনুমান অনুসারে নোটো উপদ্বীপের মোট ভূমির আয়তন ৪.৪ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।
জাপানি বিশেষজ্ঞরা বলেছেন, নববর্ষের দিনে আঘাত হানা ৭.৬ মাত্রার ভূমিকম্পটি ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপের সমুদ্রে তিন থকে চার হাজার বছর পুরোনো সক্রিয় ফাটলের চ্যুতির মাধ্যমে সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমএম