ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ৬ যাত্রীসহ চার্টার্ড প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
আফগানিস্তানে ৬ যাত্রীসহ চার্টার্ড প্লেন বিধ্বস্ত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ছয়জন যাত্রী নিয়ে একটি চার্টার্ড প্লেন বিধ্বস্ত হয়েছে।

রোববার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় কোম্পানির মালিকানাধীন বিমানটি উত্তর বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে। হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।

তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক কর্মকর্তা জাবিহুল্লাহ আমিরি বলেন, কুরান-ওয়া-মুঞ্জান জেলার তোপখানা এলাকায় একটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ভারতীয় বিমান পরিবহন মন্ত্রণালয় স্পষ্ট করেছে প্লেনটি ভারত সরকার বা তাদের কোনো সংস্থার মালিকানাধীন নয়।

দেশটির বিমান মন্ত্রণালয় ‘এক্স’-এ এক পোস্টে জানিয়েছে, আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া প্লেনটি ভারতের নয়।

রাশিয়ার অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়জন যাত্রী নিয়ে যাওয়া প্লেনটি একটি চার্টার্ড ফ্লাইট ছিল যা ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল।

রাশিয়ার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্লেনটি ফ্রান্সের তৈরি ডেসল্ট ফেলকন ১০ জেট। এটি রাশিয়ার নিবন্ধিত ছিল এবং শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।  

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।