ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালি জলদস্যুদের অপহরণ করা দুটি জাহাজ মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
সোমালি জলদস্যুদের অপহরণ করা দুটি জাহাজ মুক্ত

সোমালি জলদস্যুদের অপহরণ করা শ্রীলঙ্কা ও ইরানের দুটি জাহাজ মুক্ত হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

সেশেলস বাহিনী সোমবার শ্রীলঙ্কার মাছ ধরার জাহাজটি উদ্ধার করেছে বলে জানায় প্রেসিডেন্ট ওয়াভেল রামকালাওয়ানের দপ্তর। এদিকে, ভারতীয় নৌবাহিনী জানিয়েছে যে তারা একটি ইরানি পতাকাবাহী মাছ ধরার জাহাজকে মুক্ত করেছে।

সেশেলসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, জাহাজ দুটির ওপর সশস্ত্র সোমালি জলদস্যুরা হামলা চালায়। এতে অঞ্চলটির জলপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।  

গাজা সংঘাত ঘিরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর হামলা চালানো শুরু করেছে।  

প্রেসিডেন্সি এক বিবৃতিতে বলছে, সিশেলসের বিশেষ সামরিক বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে জাহাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এবং আমাদের শ্রীলঙ্কান ভাইদের উদ্ধারে সমর্থ হয়েছে।  

শ্রীলঙ্কা এর আগে জানিয়ছিল, কূটনীতিকরা সোমালি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ছয় ক্রু সদস্য ও মাছ ধরার জাহাজটির হদিস জানার চেষ্টা করছে।  

হুতি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে লোহিত সাগরে বাণিজ্য জাহাজগুলোকে রক্ষায় মার্কিন নেতৃত্বাধীন অভিযানে যোগ দেওয়ার ঘোষণার দুই সপ্তাহ পরে আপাত অপহরণের ঘটনা ঘটে।

এদিকে ভারতীয় নৌবাহিনী ঘোষণা দিয়েছে, তারা সোমালিয়ার উপকূলে অপহরণের শিকার একটি ইরানি মাছ ধরার জাহাজকে মুক্ত করেছে।

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল বলেন, মাছ ধরার জাহাজটিতে দস্যুরা উঠে ক্রুদের জিম্মি করেছিল।  

ভারতীয় একটি নৌ যুদ্ধজাহাজ জাহাজসহ ১৭ ক্রু সদস্যের সফল মুক্তি নিশ্চিত করেছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।