ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে দাবানলে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
চিলিতে দাবানলে জরুরি অবস্থা জারি

দক্ষিণ অ্যামেরিকার দেশ চিলিতে দাবানলে অর্ধশতাধিক লোকের প্রাণ গেছে। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জনের প্রাণ যাওয়ার খবর জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা সরকারের।   

ভয়াবহ আগুনে ওই অঞ্চলের কোনো কোনো জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে বলে জানা গেছে।

দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বোরিক বলেন, পরিস্থিতি সত্যিই ভয়াবহ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এক্স হ্যন্ডলে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সেনা সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। তা ছাড়া জরুরি পরিস্থিতি উদ্ধারকর্মীদের সহায়তার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানান তিনি।

জানা গেছে, ওই অঞ্চলের অন্তত ৯২টি জায়গায় আগুন জ্বলছে। সেখানে মোট দশ লাখ লোকের বাস। আগুনে ৪৩ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

ডয়চে ভেলে অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।