লেবাননে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে চারজনই শিশু।
এর আগে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হলে তার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালায়। খবর রয়টার্স।
গাজায় ইসরায়েলি বাহিনীর সেই আগ্রাসন শুরুর কয়েক দিন পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা-পাল্টা হামলা চলে আসছে।
হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের প্রধান বলেছেন, বুধবার লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের হামলার ‘জবাব দেওয়া হবে’।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে আন্তঃসীমান্ত রকেট হামলার জবাব দিয়েছে। বুধবার সকালে লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলের এক নারী সৈন্য মারা গেছেন এবং আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েল দুটি ফ্রন্টে যুদ্ধে আগ্রহী নয়, কিন্তু বর্তমানে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা বাড়ি ফিরতে পারছেন না, তাদের অবশ্যই দেশে ফিরে শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারতে হবে।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমএম