ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি অভিমুখে আবারো শুরু হচ্ছে কৃষকদের পদযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
দিল্লি অভিমুখে আবারো শুরু হচ্ছে কৃষকদের পদযাত্রা

হাজার হাজার ভারতীয় কৃষক তাদের ফসলের ন্যূনতম মূল্যের নিশ্চয়তার দাবিতে আবারো রাজধানী দিল্লি অভিমুখে পদযাত্রা শুরুর চেষ্টা করছেন। খবর বিবিসির।

বিক্ষোভ চলাকালে এক তরুণ কৃষকের মৃত্যুর পর ফেব্রুয়ারির শেষে কৃষকরা তাদের আন্দোলন স্থগিত করে।

কৃষকদের পদযাত্রা ঠেকাতে দিল্লি সীমান্তে ব্যারিকেড দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের।  

ভারতে সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। ঠিক এ সময়ে কৃষকদের আন্দোলন শুরু হলো।  

কৃষকরা ভারতের আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ভোটের কাছাকাছি সময়ে তাদের বিরুদ্ধে যেতে চাইবে না।  

ফেব্রুয়ারির প্রথম দিকে কৃষকদের বিক্ষোভ শুরু হলে সরকার ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনায় বসে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে কৃষকদের দিল্লি অভিমুখে পদযাত্রা ঠেকাতে এ আলোচনা হয়।

কৃষকদের সব দাবি পূরণ করতে না পারায় অন্তত তিনবার সরকারের সঙ্গে আলোচনা ভেস্তে যায়।

কৃষকরা মূল্য নিশ্চিত করা ছাড়াও, বয়স্কদের জন্য পেনশন চেয়েছেন এবং সরকারকে তাদের ঋণ মওকুফ করতে বলেছেন।

দুটি কৃষক ইউনিয়নের ডাকে সারা দেশ থেকে কৃষকরা মেট্রো, বাসসহ গণপরিবহনে করে দিল্লিতে জড়ো হওয়ার চেষ্টা করবেন। কৃষকরা ১০ মার্চ চার ঘণ্টা ট্রেন আটকে রাখতে রেল ঐক্যের ডাক দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।