ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাংলাদেশিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাংলাদেশিসহ নিহত ৩

মালয়েশিয়ার পাহাং রাজ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন ভিয়েতনামের নাগরিক।

বলা হচ্ছে, নিহতরা ‘গ্যাং সেন্ট্রো’ নামে একটি ডাকাত দলের সদস্য। তারা রাজ্যের কুয়ানতান জেলার জালান পেকান কুয়ানতান এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

গত সোমবার (১১ মার্চ) মধ্যরাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনাটি ঘটে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) পুলিশ গণমাধ্যমকে জানায়।

পুলিশ বলেছে, সেলাঙ্গর ও পাহাং জিপিএ ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের একটি পুলিশ দল সোমবার রাতে পেকানের পাহাং রাজ্য উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনাটি ঘটে। নিহত ডাকাত দলের সদস্য, এদের মধ্যে দুজন ভিয়েতনামিজ; একজন বাংলাদেশি। সবার বয়স ৩৬ থেকে ৪৪ বছরের মধ্যে। একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

তারা সবাই গ্যাং সেন্ট্রো দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছরের জুন থেকে দলটি সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক ও পাহাংয়ের বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও চুরি করছিল।

পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহয়া ওথমান বলেন, তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ টাইপ পিস্তল জব্দ করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত আরও সরঞ্জামও পাওয়া গেছে, যার মধ্যে দুটি ম্যাচেট ব্লেড রয়েছে।

ঘটনা সম্পর্কে তিনি জানান, পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি গাড়ি সনাক্ত করে পুলিশ। সেটিকে থামতে সংকেতও দেয়। কিন্তু গাড়ির চালক পুলিশের সংকেত না মেনে চলে যেতে থাকে। এ সময় পুলিশও সেটির পিছু নেই। এ সময় ওই গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়।

দাতুক সেরি ইয়াহয়া ওথমান, নিহত দুই ভিয়েতনামির পাসপোর্ট ছিল। তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় এসেছিল। নিহত বাংলাদেশির বিষয়ে তদন্ত চলমান।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।