রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বাহিনী রাজধানী মস্কোসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কয়েক ডজন ড্রোন ধ্বংস করেছে।
সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলে।
রাশিয়ায় সাধারণ নির্বাচনের সময় এসব হামলার ঘটনা ঘটল। এ নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় প্রায় নিশ্চিত।
এদিকে বন্দর নগর ওডেসায় রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানান ইউক্রেনের কর্মকর্তারা। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের ইউক্রেনীয় গভর্নর বলেন, বিগত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৫টি স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, তেল শোধনাগার লক্ষ্য করে ১৭টি ড্রোন ছোড়া হয়। সবগুলো রুখে দেওয়া হয়েছে। তবে একটি পড়ে গেলে আগুন ধরে যায়।
আগুনে কারো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিভিয়ে ফেলা হয়েছিল।
হামলার সময়ে একজন হার্ট অ্যাটাকে মারা যান বলে ধারণা করা হচ্ছে। গত এক সপ্তাহে রাশিয়ায় হামলার শিকার ষষ্ঠ তেল শোধনাগার এটি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, রোববার বিভিন্ন স্থানে পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
নিরাপত্তার কারণে মস্কোর দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কড়াকড়ি আরোপের খবর জানায় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইউক্রেনের উত্তরাঞ্চলের কাছাকাছি রাশিয়ার বেলগোরোদ অঞ্চলেও হামলা চালানো হয় বলে জানান আঞ্চলিক গভর্নর। তিনি জানান, আবাসিক ভবনে হামলায় এক কিশোরী নিহত হয়।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
আরএইচ