ইরানের দক্ষিণপূর্ব সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন দপ্তরে হামলায় অন্তত ১১ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে সুন্নি সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদিলের (আর্মি অব জাস্টিস) ১৬ সদস্য নিহত হন বলে বৃহস্পতিবার জানায় ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল।
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাকবাহার ও রাস্ক শহরে হামলার ঘটনা ঘটে।
তেহরান ও আল জাজিরার সাংবাদিক দোরসা জব্বারি বলেন, এ দফার হামলা জইশ আল আদিলের চালানো ভয়াবহ হামলার একটি।
বেশ কয়েকঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলে জানিয়ে তিনি বলেন, বন্দুকধারীরা একযোগে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক ভবনে হামলা চালায়। তাদের পরনে ছিল সুইসাইড ভেস্ট।
উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে বলেন, সন্ত্রাসীদের চাকবাহার ও রাস্কের হেডকোয়ার্টার দখলের উদ্দেশ্য সফল হয়নি।
সংঘাতে ১০ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
আরএইচ