ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

একদিনে ২০০টির বেশি ভূমিকম্প কাঁপাল তাইওয়ানকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
একদিনে ২০০টির বেশি ভূমিকম্প কাঁপাল তাইওয়ানকে

তাইওয়ানে ২০০টিরও বেশি ভূমিকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পও ছিল।

সোমবার (২২ এপ্রিল) রাত থেকে শুরু করে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর পর্যন্ত এসব ভূমিকম্প তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। এর ফলে দেশটির রাজধানী তাইপেইতের কিছু বিল্ডিং কেঁপে উঠেছিল বলে জানিয়েছে সেখানের আবহাওয়া প্রশাসন। খবর আল জাজিরা।

ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের বৃহত্তর গ্রামীণ পূর্ব কাউন্টিতে কেন্দ্রীভূত হয়েছিল। এর আগে, গত ৩ এপ্রিল সেখানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে তাইওয়ানে শত শত আফটারশক হয়েছে।

আজ (মঙ্গলবার) ভোরে হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ৩ এপ্রিল ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আবারও কিছুটা ঝুঁকেছে। তবে তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণেই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।  

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।