ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের রাফার পূর্বাঞ্চল ছাড়ার নির্দেশ ইসরায়েলের  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ৬, ২০২৪
ফিলিস্তিনিদের রাফার পূর্বাঞ্চল ছাড়ার নির্দেশ ইসরায়েলের  

ইসরায়েলি সামরিক বাহিনী রাফার পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যে বলেছে। গাজার দক্ষিণের শহরটিতে ‘সীমিত’ সামরিক অভিযান সামনে রেখে ইসরায়েল এমন নির্দেশ দিল।

খবর বিবিসির।

খান ইউনিস ও আল-মাওয়াসিতে ‘বর্ধিত মানবিক অঞ্চলে’র দিকে যেতে প্রায় এক লাখ লোককে নির্দেশ দেওয়া হয়েছে।  

যুদ্ধের সাত মাস পর ইসরায়েল বলছে, হামাসকে পরাজিত করতে তাদের অবশ্যই রফা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।

তবে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র শহরটিতে হামলা নিয়ে সতর্ক করেছে। শহরটি ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল। হামলায় শহরটির বিপর্যয়কর পরিণতি ঘটতে পারে।  

হামাসের শীর্ষ এক কর্মকর্তা ইসরায়েলের এ নির্দেশকে ‘ভয়াবহ উত্তেজনা সৃষ্টিকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

রাফায় রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস যোদ্ধাদের রকেট হামলায় কেরেম শালোমে  চার ইসরায়েলি সেনার প্রাণ যায়। এটি হলো গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান জায়গা।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।