ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খারকিভে রুশ বিমান হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
খারকিভে রুশ বিমান হামলায় নিহত ১৬

ইউক্রেনের খারকিভ শহরে একটি বড় ও ব্যস্ত হার্ডওয়্যার দোকানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক ডজন ব্যক্তি।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জাতীয় টেলিভিশনে বলেন, দুটি জিপিএস-নিয়ন্ত্রিত বোমা শনিবার বিকেলে শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত এপিসেন্টার হাইপার মার্কেটে আঘাত হানে। এতে মার্কেটে ব্যাপকভাবে আগুন ধরে যায় ও ঘন কালো ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী আকাশে শত শত মিটার ওপরে উঠে যায়। স্থানীয় সরকারি বিচার দপ্তর থেকে জানানো হয়, ৪৩ জন আহত হয়েছে।

খারকিভ শহরের মেয়র ইহর টেরেখভ বলেন, আক্রমণটি শপিং সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছিল যেখানে অনেক মানুষ ছিল। হার্ডওয়্যার দোকানে অন্তত ১২০ জন লোক উপস্থিত ছিলেন। এটা পরিষ্কারভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড।

মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তু আক্রমণ করার অভিযোগ অস্বীকার করে। তবে ইউক্রেনে তাদের ২৭ মাস ধরে চলা আক্রমণে কয়েক হাজার লোক নিহত ও আহত হয়েছে।

সূত্র: কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।