ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের জনগণ বলে দিয়েছে, তারা মোদীকে চায় না: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ৪, ২০২৪
ভারতের জনগণ বলে দিয়েছে, তারা মোদীকে চায় না: রাহুল গান্ধী

লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অবস্থা নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে কংগ্রেস। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আমাদের এবারের লড়াই ছিল (ভারতের) সংবিধান বাঁচানোর লড়াই।

এ লড়াইয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণের পাশাপাশি জোটসঙ্গী এবং কংগ্রেসের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

লোকসভা নির্বাচনের ভোট গণনা চলাকালেই মঙ্গলবার হঠাৎ করেই ভারতের শেয়ার বাজারের সূচকে বড় ধরনের পতন দেখা যায়।

সেই প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী বলেন, আপনারা নিশ্চয়ই আদানির স্টক দেখেছেন। ভারতের মানুষ জানে যে, মোদীর সঙ্গে আদানির সরাসরি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আসলে দুর্নীতির সম্পর্ক আছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ফলে ভারতের জনগণ বলে দিয়েছে যে, নরেন্দ্র মোদী আমরা আপনাকে চাই না। (অমিত) শাহকে চাই না।

লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য দরকার অন্তত ২৭২টি আসন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবারের লোকসভা নির্বাচনে কেরালা এবং উত্তর প্রদেশের দুটি আসন থেকে নির্বাচন করছেন। দুটিতেই তিনি এগিয়ে রয়েছেন।  

অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন জোট তিনশোর কাছাকছি আসনে এগিয়ে থাকার তথ্য পাওয়া যাচ্ছে। বিজয়ী হলে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।