ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

‘মি-টু’ নিয়ে সোচ্চার নারী সাংবাদিকের ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
‘মি-টু’ নিয়ে সোচ্চার নারী সাংবাদিকের ৫ বছরের কারাদণ্ড

চীনে ‘মি-টু’ আন্দোলনের জন্য পরিচিত এক নারী সাংবাদিককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। খবর বিবিসির।

 

সোফিয়া হুয়াং জুয়েনকিং নামে ওই নারীকে শুক্রবার চীনের একটি আদালত দোষী সাব্যস্ত করেন এবং সাজা দেন। বিচার শুরু হওয়ার ১০ মাস পর তার সাজা হলো।  

হুয়াংয়ের সঙ্গে বিচারে থাকা শ্রম অধিকারকর্মী ওয়াং জিয়ানবিংকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৩৬ বছর বয়সী হুয়াং চীনে ‘মি-টু’ আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন। তিনি যৌন নিপীড়ণের শিকারদের নিয়ে চাঞ্চলকর সব খবর প্রকাশ করেন।

বার্তাকক্ষে নারী বিদ্বেষ ও যৌন নিপীড়নের মুখোমুখি হওয়া নিয়েও তিনি সোচ্চার হয়েছেন।  

চীনা কর্তৃপক্ষ এটি স্পষ্ট করেনি, কীভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো। বিচার প্রক্রিয়াটি ছিল রুদ্ধদ্বার।

তাদের সমর্থকরা বলছেন, সামাজিক সমস্যা নিয়ে আলোচনা জন্য তরুণদের নিয়ে নিয়মিত সভা ও ফোরাম আয়োজন করায় তাদের আটক করা হয়েছিল।

২০২১ সালে যুক্তরাজ্যে পড়াশোনা করতে যাওয়ার সময় সোফিয়া হুয়াং জুয়েনকিং আটক হন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।