মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন জানিয়েছেন, নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন।
তেল আভিভে ব্লিংকেন সাংবাদিকদের জানান, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন।
ব্লিংকেন বলেছেন, এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতি করে বন্দিদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না। খবর ডয়চে ভেলে
তেল আভিভ সফর শেষে ব্লিংকেন এখন কাতারের সঙ্গে এই যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন। মধ্যস্থতাকারীদের একাংশ মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তি এবার হয়ে যাবে। এই সপ্তাহের শেষদিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।
তবে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরো বাড়ার আশংকাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা,আগস্ট ২০,২০২৪
এমএম