ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।  

স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) ভূকম্পনটি অনুভূত হয়।

তবে এর প্রভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎস ওরেগন অঙ্গরাজ্যে থেকে ১৭৩ মাইল ( ২৭৯ কিলোমিটার) দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্ট লাইনে। এর মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ০।  

দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে কুস বে থেকে প্রায় ১৮০ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে। সিসমোলজিস্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।  

ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।

ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা বলেছে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের মধ্যে দিয়ে এবং এর আশেপাশে বেশ কয়েকটি ফল্ট লাইন রয়েছে, যা প্যাসিফিক রিং অফ ফায়ার নামে পরিচিত।  

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।