মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভবিষ্যতের শান্তি চুক্তির একটি স্মারকলিপি তৈরির জন্য কিয়েভের সঙ্গে কাজ করতে মস্কো প্রস্তুত। তিনি এই আলোচনাকে ফলপ্রসূ, ‘যথাযথ এবং বেশ স্পষ্ট’ বলে বর্ণনা করেন।
সোমবারের (১৯ মে) কথোপকথনটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। মূলত ইউক্রেন সংঘাতই ফোনালাপের মূল বিষয় ছিল। আলাপের পর সাংবাদিকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণে পুতিন জানান, রাশিয়া সম্ভাব্য শান্তি চুক্তির জন্য নীতি এবং সময় নির্দিষ্ট করে একটি স্মারকলিপি প্রস্তাব করবে, এই নিয়ে দুই নেতা একমত হয়েছেন। তার পাশাপাশি প্রয়োজনীয় চুক্তিতে পৌঁছালে সম্ভাব্য অস্থায়ী যুদ্ধবিরতিসহ অন্যান্য বিষয়ও স্মারকলিপিতে উল্লেখ থাকবে।
পুতিন জোর দিয়ে বলেন, ইউক্রেন সংঘাতের ‘মূল কারণগুলো নির্মূল করা’ রাশিয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফোনালাপ নিয়ে তার দেওয়া বিবৃতি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বিবৃতিতে পুতিন জানান, ট্রাম্পের সঙ্গে তার কথোপকথন কার্যকরভাবে সম্পন্ন হয়েছে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই ফোনালাপ যথাযথ এবং বেশ স্পষ্ট ছিল। সামগ্রিকভাবে, আলোচনাটি খুব ফলপ্রসূ হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা আবারও শুরু করতে এবং সম্ভাব্য শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সহায়তার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান পুতিন। তিনি উল্লেখ করেন, ২০২২ সালে ওই প্রচেষ্টা ইউক্রেনীয় পক্ষের কারণে ব্যর্থ হয়।
ফোনালাপে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সহিংসতা বন্ধ এবং যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পর্কে তার অবস্থান জানান। পুতিন জানান, রাশিয়াও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তিকে সমর্থন করে। শান্তি অর্জনের জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলো চিহ্নিত করা এখন প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করেন পুতিন।
তিনি বিবৃতিতে আরও জানান, ভবিষ্যতের একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া রাশিয়া প্রস্তাব করবে এবং তা তৈরির জন্য ইউক্রেনীয় পক্ষের সঙ্গে যুক্ত হতে রাশিয়া প্রস্তুত। এই ব্যাপারে ট্রাম্পের সঙ্গে পুতিন একমত হন। খসড়ায় বিভিন্ন বিধানের রূপরেখা থাকবে, যেমন নিষ্পত্তির নীতিমালা, সম্ভাব্য শান্তি চুক্তির সময়সীমা এবং প্রয়োজনীয় চুক্তিতে পৌঁছানো হলে সম্ভাব্য অস্থায়ী যুদ্ধবিরতিসহ অন্যান্য বিষয়।
ইস্তাম্বুল বৈঠক এবং আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগ আবার শুরু হয়েছে জানিয়ে পুতিন আরও বলেন, এটি থেকে বিশ্বাস করা যায়, সামগ্রিকভাবে রাশিয়া সঠিক পথে আছে। বিবৃতিতে তিনি আবারও বলেন, কথোপকথনটি খুবই গঠনমূলক ছিল। তিনি এটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।
পুতিন জানান, এখন অবশ্যই মূল বিষয় হলো, রাশিয়ান পক্ষ এবং ইউক্রেনীয় পক্ষের শান্তির প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি দেখানো এবং এমন একটি সমঝোতা তৈরি করা, যা সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, রাশিয়ার অবস্থান স্পষ্ট। চলমান সংকটের মূল কারণগুলো দূর করা রাশিয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এমএইচডি/এমএম