ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, মে ২০, ২০২৫
এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে চলতি বছরের হজ পালনের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবার (১৯ মে) এ আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের পরিবারের সদস্যরা এই ফ্রি হজের আমন্ত্রণ দেওয়া হয়েছে। হামলায় আহত হয়েছেন ফিলিস্তিনিদেরকেও ফ্রি হজের আমন্ত্রণ জানানো হয়েছে। এ হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ।  

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহর নির্দেশে তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের সুবিধার্থে একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছেন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ এ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা। সেখানকার ৯০ শতাংশ জনগোষ্ঠীই এখন বাস্তুচ্যুত। হামাস নিধনের নামে শরণার্থী শিবিরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রেহাই পাচ্ছে না হাসপাতাল, মসজিদ এমনকি ত্রাণের গাড়িও।

এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে ,যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৪ জনে পৌঁছেছে। এছাড়া খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছেন অনেকে।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।