ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মেট্রোতে ঘুমন্ত চার যাত্রীকে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
যুক্তরাষ্ট্রে মেট্রোতে ঘুমন্ত চার যাত্রীকে গুলি করে হত্যা 

যুক্তরাষ্ট্রের শিকাগোতে চার ট্রেন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

তারা সবাই ছিলেন ট্রেনের যাত্রী।

হত্যাকাণ্ডের ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। খবর সিএনএন।

ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, হতাহতরা সবাই আজ ভোরের ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি ফরেস্ট পার্কে যাওয়ার পথে চলছিল। ভুক্তভোগীরা গৃহহীন হতে পারে বলে তিনি ধারণা করেন।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ এবং সিটিএ এই তিনটি সংস্থার যৌথ প্রচেষ্টায় ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরে হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ এই হামলা ও হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩,২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।