ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকি ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
ইরাকি ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইরাক থেকে উত্তর ইসরায়েলে চালানো ড্রোন হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ২৪ জন।

নিহত দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। আহত ২৪ সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার ভোরে ইরাক থেকে উত্তর ইসরায়েলের দিকে দুটি ড্রোন ছোঁড়া হয়েছিল, যার একটিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিলেও, অন্যটি দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সেনা ঘাঁটিতে আঘাত করে।

আইডিএফ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয় এবং যার ফলে রকেট আক্রমণের সতর্কতা সাইরেনগুলি বেজে উঠেনি।

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স এই হামলার দায় স্বীকার করেছে, তাদের দাবি উত্তর ইসরায়েলে তিনটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে তারা।

১৯৭৩ সালের পর এই প্রথম কোনো ইরাকি হামলায় ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।