ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চিকিৎসাবিদ্যায় নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
চিকিৎসাবিদ্যায় নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী

এ বছর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন।

মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা।

এছাড়া পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের প্রক্রিয়া আবিষ্কারেও এ দুজন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  

সোমবার (৭ অক্টোবর) চিকিৎসাবিদ্যায় নোবেলজয়ী হিসেবে এ দুইজনের নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

ঘোষণায় বলা হয়েছে, তাদের যুগান্তকারী আবিষ্কার জিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন নীতি-পদ্ধতি তৈরি করেছে, যা মানুষসহ বহুকোষী জীবের জন্য অপরিহার্য।

অ্যামব্রোস গবেষণা করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলে প্রাকৃতিক বিজ্ঞানের অধ্যাপক। অন্যদিকে রুভকুন গবেষণা করেছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলে। যেখানে তিনি জেনেটিক্সের অধ্যাপনা করেন।  

দুই বিজয়ী পুরস্কারের অর্থমূল্য হিসেবে পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১ কোটি সাড়ে ২৭ লাখ টাকা)।  

এটি ১১৫তম নোবেল পুরস্কার। ১৯০১ সাল থেকে ফিজিওলজি বা মেডিসিনে এই পুরস্কার দেওয়া হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৪ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।