ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ কার্যালয়ে হামলা, ৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
পাকিস্তানে পুলিশ কার্যালয়ে হামলা, ৩ সদস্য নিহত

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক জেলা পুলিশের কার্যালয়ে একটি জঙ্গি গোষ্ঠী তাণ্ডব চালিয়েছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার এ ঘটনা ঘটে বলে পুলিশের একটি সূত্র রয়টার্সকে বলেছে।

যে ভবনে জেলা পুলিশ কার্যালয় অবস্থিত, সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহৃত হয় বলে শীর্ষ এক কর্মকর্তা জানান। তিনি বলেন, হামলাকারীরা ওই এলাকায় আটকে পড়েছেন। তাদের মধ্যে আত্মঘাতী বোমারুও রয়েছেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্রটি বলেছে, বান্নু জেলা পুলিশ লাইনসে হামলা ঠেকানোর সময় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উপজাতীয় জেলা উত্তর ওয়াজিরিস্তান ঘেঁষা।

ইসলামী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান হামলার দায় নিয়েছে বলে গোষ্ঠীটির এক মুখপাত্র জানিয়েছেন।  

পুলিশ সূত্রটি বলছে, ভবনের চারপাশে চলাচল  বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।

বান্নু জেলার অবস্থান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে। চলতি সপ্তাহে আঞ্চলিক নেতাদের বৈঠকের আগে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আগমনের কারণে রাজধানী কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।