ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় তিন ইসরায়েলি সেনার মৃত্যু, ১৩০ সেনার যুদ্ধে ফিরতে অস্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
গাজায় তিন ইসরায়েলি সেনার মৃত্যু, ১৩০ সেনার যুদ্ধে ফিরতে অস্বীকৃতি

গাজার জাবালিয়ায় দখলদার ইসরায়েলি বাহিনীর তিন সেনার মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৫ অক্টোবর) তাদের মৃত্যুর তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানায়, গাজার জাবালিয়ায় ট্যাংক লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হলে এই তিন সেনা প্রাণ হারান। এই ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন।

শুক্রবার উত্তর গাজার জাবালিয়ায় আইডিএফ হামাস সদস্যদের অনুসরণ করে এলাকার সর্বশেষ কার্যকর হাসপাতালের নিয়ন্ত্রণ নিতে আশেপাশে আক্রমণ চালায়। এই সময় হামাসের সঙ্গে যুদ্ধ বেধে গেলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ওই তিন সৈন্য নিহত হয়।  

এরপর আইডিএফ গাজা জুড়ে ব্যাপক হামলা ও অভিযান চালিয়েছে, হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত ২৪ ঘণ্টার হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে ১৩০ অনিয়মিত সেনা (রিজার্ভিস্ট) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তারা বলেছেন, গাজা যুদ্ধ শেষ করতে ও হামাসের হাতে জিম্মি ১০১ জনকে মুক্ত করতে চুক্তি সই না করলে তারা সরকারের হয়ে আর কোনো কাজ করবেন না।

চিঠিতে আরও বলা হয়েছে, আমাদের অনেকের ক্ষেত্রে ইতিমধ্যে সীমারেখা পার হয়ে গেছে। আবার অনেকে সীমারেখার কাছাকাছি পৌঁছে গেছে। আমরা ভাঙা মন নিয়ে এই সেবা থেকে সরে দাঁড়াতে এ চিঠি লিখছি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা,অক্টোবর ২৬,২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।