ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে মিগ-২৯ বিধ্বস্ত, পাইলট নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ভারতে মিগ-২৯ বিধ্বস্ত, পাইলট নিরাপদ

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) উত্তরপ্রদেশের আগ্রার কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে বের হয়ে গিয়েছিলেন। ফলে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল। এটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল।

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া স্থির ও ভিডিও চিত্রে দেখা গেছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয় মানুষজন জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কর্মকর্তারা কিছু বলেননি। তারা শুধু জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

ভারতীয় বিমান বাহিনীও এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাজস্থানের বারমেরের কাছে একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।