ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যারিজোনায়ও জিতলেন, ট্রাম্পের ইলেকটোরাল ভোট এখন ৩১২   

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
অ্যারিজোনায়ও জিতলেন, ট্রাম্পের ইলেকটোরাল ভোট এখন ৩১২   

অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জয় ছিনিয়ে নিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সাতটি স্যুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যেরই জয় পেলেন তিনি।

 

অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল কলেজের ভোটসহ ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট এখন ৩১২। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রাপ্ত মোট ইলেকটোরাল কলেজ ভোট ২২৬। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জয়ী হতে দারকার ছিল ২৭০ ভোটের।  

২০১৬ সালে অ্যারিজোনায় ট্রাম্প জিতলেও, ২০২০ সালে এ রাজ্য জিতেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের নির্বাচনে তার হারানো রাজ্য উদ্ধার করলেন ট্রাম্প।

অ্যারিজোনায় মাত্র ১০ হাজার ভোটে বাইডেনকে হারিয়েছেন ট্রাম্প। খবর বিবিসি  

এর আগে ট্রাম্প সাতটি দোদুল্যমান রাজ্যের মধ্যে ছয়টিতে অর্থাৎ জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে জয় পান।  

২০২০ সালে বাইডেন কাছে ছয়টি স্যুইং স্টেটে হেরেছিলেন ট্রাম্প। জিতেছিলেন শুধু নর্থ ক্যারোলাইনাই। সেবার বাইডেন মধ্যে ৩০৬টি বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছিলেন। আর ট্রাম্প পেয়েছিলেন ২৩২টি।  

ট্রাম্প এখন পর্যন্ত সাত কোটি ৬৮ লাখ ভোট বা মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ পেয়েছেন। আর কমলা হ্যারিসে পেয়েছেন সাত কোটি সাড়ে নয় লাখ ভোট। প্রদত্ত ভোটের ৪৭ দশমিক ৯ শতাংশ পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।