ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘চীনের সঙ্গে যুদ্ধে গোলাবারুদ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
‘চীনের সঙ্গে যুদ্ধে গোলাবারুদ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র’

বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র গোলাবারুদ সংকটে পড়তে পারে। তিনি ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধের কারণে চাপে থাকা প্রতিরক্ষা শিল্পের উৎপান যেন বৃদ্ধি করা হয়।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেওয়া এক সাক্ষৎকারে তিনি বলেন, ঈশ্বর না করুক, যদি আমরা চীনের সাথে পূর্ণ আকারে যুদ্ধে জড়িয়ে পড়ি; এরকম একটি সেনাবাহিনীর সাথে যেকোনো যুদ্ধে খুব দ্রুত আমাদের গোলাবারুদের মজুত শেষ হওয়ার দিকে চলে যাবে।

তাই তিনি প্রতিরক্ষা শিল্পে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি সবল প্রতিরক্ষা শিল্প মানে শুধুমাত্র সংঘাতের আগে প্রস্তুতি নেওয়া নয় বরং সংঘাতের সময়েও উৎপাদন চালিয়ে যাওয়া।  

সুলিভান কংগ্রেস এবং ট্রাম্প প্রশাসনকে বাইডেনের প্রস্তাবিত গোলাবারুদের একটি পুনঃপ্রবর্তন তহবিল তৈরি করার কাজ এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান। তিনি আশাপ্রকাশ করেন যুদ্ধের কারণে শেষ হয়ে গেলেও, ইউক্রেনের ক্ষেত্রে যেমনটি হয়েছে; ৫০০ মিলিয়ন ডলারে প্রস্তাবিত এই তহবিলটি পেন্টাগনকে জরুরি গোলাবারুদ সংগ্রহের সুযোগ করে দেবে।

সুলিভান স্বীকার করেন যে পরবর্তী প্রশাসনে প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে তুমূল বিতর্ক হবে। তবে তিনি মনে করেন একটি শক্তিশালী সামরিক-শিল্প ভিত্তি তৈরির প্রচেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে অবক্ষয়িত হয়েছে।

সুলিভান যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষগুলোর মধ্যে যথা- চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান; আন্তঃসহযোগিতা মোকাবেলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। খবর আরব নিউজ

এদিকে ট্রাম্পের দল স্পষ্টভাবে জানিয়েছে, ইউক্রেনে মার্কিন অস্ত্রের জন্য বিলিয়ন ডলার খরচে আগ্রহী নয় বরং রাশিয়ার সাথে দ্রুত একটি সমঝোতা বাধ্য করার কথা বলেছেন তারা।

যদিও ট্রাম্পের উপদেষ্টারা, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জে.ডি. ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্পদ চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ভালোভাবে ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।