ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাশার আল-আসাদের বাবার কবরে আগুন দিলেন বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
বাশার আল-আসাদের বাবার কবরে আগুন দিলেন বিদ্রোহীরা

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের কবর ধ্বংস করেছেন সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা।

আল-আসাদ পরিবারের কবরস্থানটি সিরিয়ার উত্তর-পশ্চিম দিকের লাতাকিয়া প্রদেশের কারদাহা শহরে।

সিরিয়ার ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীদের অভিযানে সিরিয়ায় ৫৪ বছরের আসাদ পরিবারের শাসনের সমাপ্তি ঘটে।

এরইমধ্যে বাশার আল-আসাদ এবং তার পরিবারের সদস্যদের বর্তমানে রাশিয়ায় আশ্রয় নেওয়ার খবর সামনে এসেছে।

আল-আসাদ পরিবারের শাসন আমলের অবসান ঘটায় সিরিয়ার বিভিন্ন স্থানে হাফেজ আল-আসাদ ও বাশার আল-আসাদের মূর্তি ভেঙে পতন উদযাপন করছে দেশটির জনগণ।

সবশেষ তার সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হচ্ছে, এমন কিছু ভিডিও বিবিসি যাচাই করে দেখেছে। ভিডিওতে দেখা যায়, সশস্ত্র কিছু মানুষ কবরস্থান প্রাঙ্গণে উল্লাস করছে এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে।

২০১১ সালে বাশার আল-আসাদ গণতন্ত্রপন্থী বিদ্রোহ নির্মমভাবে দমন করেন। সেই ঘটনা দেশটিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়, যাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হন এবং ১২ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।

তার বাবা হাফেজ আল-আসাদ ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত কঠোরভাবে সিরিয়া শাসন করেন। তার মৃত্যুর পর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তার পুত্র বাশার আল-আসাদের হাতে যায়।

হাফেজ আল-আসাদের আলউইটস সম্প্রদায়ের একটি পরিবারে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। ধর্মের দিক থেকে তারা ছিলেন মুসলিম, কিন্তু তা শিয়া সম্প্রদায়ের। শিয়ারা সিরিয়াতে সংখ্যালঘু।

এইচটিএস সিরিয়ায় ইতোমধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে, যার নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আল-বাশির। তিনি ২০২৫ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।