ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:৫৭ এএম, ডিসেম্বর ২৩, ২০২৪
ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই ছবি: ইন্টারনেট

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।  

স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) লাতিন আমেরিকার দেশটির রিও গ্রান্দে দো সুল রাজ্যের পর্যটন শহর গ্রামাদোয় বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।

এ দুর্ঘটনায় উড়োজাহাজের আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে।  ছোট আকারের উড়োজাহাজটিতে ক্রুসহ ১০ জন আরোহী ছিলেন।

গভর্নর এদোয়ার্দো লেইতে জানান, উড়োজাহাজটিতে এটির মালিক এবং পাইলট লুইজ ক্লদিও গ্যালেজি ও বাকি নয়জন যাত্রী ছিলেন। যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। তারা সবাই মারা গেছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উড়োজাহাজটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। পরে সেটি আছড়ে পড়ে পাশের ভবনের দ্বিতীয় তলায়। সেখানে বাধাগ্রস্ত হয়ে আসবাবপত্রের একটি দোকানের ভেতরে গিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের জন-নিরাপত্তা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ওই দোকানে আগুন ধরে যায়। আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দোকানে থাকা লোকজন। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে গ্রামাদোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসএএইচ

বাংলাদেশ সময়: ৭:৫৭ এএম, ডিসেম্বর ২৩, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।