যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কিছুক্ষণের মধ্যেই শপথ নিতে যাচ্ছেন। শপথের আগে তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কিছুক্ষণের মধ্যেই শপথ নিতে যাচ্ছেন। শপথের আগে তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ট্রাম্পের সঙ্গে সঙ্গে পুনরায় রাশিয়ার যোগাযোগ শুরু করার ইচ্ছার বিষয়টি স্বীকার করেন। পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের আগের বক্তব্যও তুলে ধরেন।
পুতিন বলেন, অবশ্যই, আমরা তার এই অবস্থানকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য তাকে অভিনন্দন জানাই।
তিনি জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি সংলাপের জন্য প্রস্তুত। পুতিন তার অবস্থান স্পষ্ট করে জানান যে এখানে "অস্থায়ী যুদ্ধবিরতি" নয়, বরং "এই অঞ্চলে বসবাসকারী সকল মানুষ ও জাতির ন্যায্য স্বার্থের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দীর্ঘমেয়াদি শান্তি" প্রতিষ্ঠা হওয়া উচিত।
এদিকে বাকিংহাম প্যালেস জানায়, রাজা চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে তার শপথগ্রহণ উপলক্ষে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বিশেষ সম্পর্কের স্থায়িত্বের ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএইচ