ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়ার আগে পরিবারের সদস্যদের ক্ষমা করলেন বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জানুয়ারি ২১, ২০২৫
ক্ষমতা ছাড়ার আগে পরিবারের সদস্যদের ক্ষমা করলেন বাইডেন  ছেলে হান্টারের সঙ্গে জো বাইডেন

ক্ষমতা ছাড়ার কয়েক ঘণ্টা আগে পরিবারের সদস্যসহ রেকর্ডসংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতাবলে আগাম ক্ষমা করে গেছেন যুক্তরাষ্ট্রের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।  

ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এমন শঙ্কা থেকে বাইডেন এই কাজ করেছেন।

 

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের নজির নেই। বাইডেনের নজিরবিহীন এই ক্ষমার সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

একজন মার্কিন সাংবাদিক জানিয়েছে বাইডেন এই পদক্ষেপের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প তাকে এক খুদে বার্তায় লিখেছেন,এটা অবমাননাকর।  তাদের (ক্ষমা প্রাপ্তদের) অনেকে বড় অপরাধ করেছেন।

ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। আরও আছেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য লিজ চেনি, জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচিসহ আরও অনেকে।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেশনাল সিলেক্ট কমিটির সব আইনপ্রণেতাদেরও করেছেন বাইডেন। লিজ চেনিও এই কমিটিতে ছিলেন। ট্রাম্প তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

এই ক্ষমা করা প্রসঙ্গে বাইডেন বলেন, আমার পরিবার অবিরাম আক্রমণ ও হুমকির মুখে রয়েছে। এসব আক্রমণ ও হুমকি মূলত আমাকে আঘাত করার লক্ষ্যে, যা জঘন্য রকমের দলীয় রাজনীতির প্রকাশ। দুর্ভাগ্যজনকভাবে আমার বিশ্বাস করার কোনো কারণ নেই যে এসব আক্রমণ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।