কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কানাডার ওপর শুল্ক আরোপ করেন, তবে তার সরকার সব পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। মঙ্গলবার তিনি এমনটি বলেন।
গত সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসার আগেই তিনি কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন।
সম্ভাব্য শুল্ক আরোপের অনিশ্চিত সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রুডো বলেন, ট্রাম্প একজন দক্ষ সমঝোতাকারী। তিনি নিজের সমঝোতার সঙ্গীদের একটু অস্থির রাখতে পছন্দ করেন।
ক্ষমতায় বসে প্রথম দিনেই বহু নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দিনে তিনি আরও আদেশে সই করবেন বলে মনে করা হচ্ছে। সোমবার শপথের দিন তিনি প্রস্তাব দেন, মেক্সিকো ও কানাডার রপ্তানি পণ্যের ওপর সার্বিক শুল্ক ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে।
ট্রাম্পের সঙ্গে নিয়মিত কথা হয় উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনিশ্চয়তার জন্ম দেয়। পরবর্তী আনুষ্ঠানি আলোচনা সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন।
ট্রুডো বলেন, ট্রাম্প যে সমৃদ্ধ আমেরিকার প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য কানাডার সম্পদ প্রয়োজন হবে।
কানাডা এমন অনেক প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে, যা আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরএইচ