ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের শপথের পর ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আলাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ট্রাম্পের শপথের পর ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আলাপ

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কলে কথা বলেছেন। সোমবার ডোনাল্ড ট্রাম্পের শপথের কয়েক ঘণ্টা পর তারা ভিডিও কলে কথা বলেন।

তারা উভয়ই দ্বিপক্ষীয় সম্পর্ককে অভিনব উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। খবর বিবিসির।

শি জিনপিংকে প্রিয় বন্ধু- সম্বোধন করে পুতিন বলেন,  বাহ্যিক চাপ থাকার পরও রাশিয়া ও চীন বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং সহায়তার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলছে।

কৌশলগত সমন্বয় আরও গভীর করা, পারস্পরিক সমর্থন জোরদার করা এবং বৈধ স্বার্থ রক্ষা করতে পুতিনকে আহ্বান জানান শি।

এদিকে মঙ্গলবার ট্রাম্প বেইজিংকে ‘অ্যাবিউজার’ আখ্যা দিয়ে শুল্ক আরোপের হুমকি দেন এবং এই বলে সতর্ক করেন, মস্কো যদি ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তিতে না পৌঁছায়, তবে ‘বড় বিপদ’ আসবে।

পুতিন শি জিনপিংকে বলেন, ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার স্বার্থকে সম্মান জানাতে হবে। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের এমনটি জানান।

ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করে মস্কোকে সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত করা অভিযুক্ত করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৩ সালে রাশিয়া ও চীনের মধ্যকার বাণিজ্য রেকর্ড ২৪০ বিলিয়ন ডলারে পৌছে।

উশাকভ বলেন, পুতিন ও শি দুজনই সম্মত হন, ট্রাম্পের দল যদি আগ্রহ দেখায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সুবিধা এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।