ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে গেছেন জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ছাড়াও আমেরিকার ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয়েই ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জয়শঙ্কর লিখেছেন, আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম।
মার্কো রুবিওকে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর।
বৈঠকে রুবিও ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ্।
বৈঠকের পরে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না। ’
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়। টানা ১৬ বছর শাসন করা হাসিনার আওয়ামী লীগের সরকারকে নয়াদিল্লির ‘বিশেষ আস্থাভাজন’ মনে করা হতো।
ওই সরকারের বিদায়ের পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন এই সরকারের সঙ্গে নানা ইস্যুতে নয়াদিল্লির দূরত্ব তৈরি হয়েছে।
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে আসছেন, তাদের সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। যদিও ওয়াশিংটন বরাবরই এ অভিযোগ নাকচ করেছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এইচএ/