ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের গাজা ‘খালি’ করার প্রস্তাবের তীব্র নিন্দা ফিলিস্তিনিদের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
ট্রাম্পের গাজা ‘খালি’ করার প্রস্তাবের তীব্র নিন্দা ফিলিস্তিনিদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে মিসর ও জর্দানে পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তবে তার এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা।

এই প্রস্তাব তাদের মধ্যে জাতিগত নিধনের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকা খালি করার সময় এসে গেছে। তিনি মিসর ও জর্দানের প্রতি আহ্বান জানান, তারা যেন গাজার ফিলিস্তিনিদের সাময়িক বা স্থায়ীভাবে আশ্রয় দেন। খবর আল জাজিরার।

রোববার ফিলিস্তিনিরা ট্রাম্পের প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। রামাল্লার ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বলছে, এই প্রস্তাব সীমা লঙ্ঘন করবে। অন্যদিকে, গাজার বাসিন্দারা দৃঢ়ভাবে বলেছেন, যে তারা উপকূলীয় উপত্যকাটিতেই থেকে যাবেন।

মধ্য গাজার নুসেইরাত থেকে নাফিজ হালাওয়া নামে এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন, এটা মানুষ কখনোই মেনে নিতে পারবে না। দুর্বলরা তাদের ভোগান্তির কারণে হয়তো চলে যেতে পারে, কিন্তু আমাদের দেশ ছেড়ে যাওয়ার ধারণা... এটি একেবারেই অসম্ভব।

এলহাম আল-শাবলি নামে এক ফিলিস্তিনি নারীও ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, যদি আমরা যেতে চাইতাম, অনেক আগেই চলে যেতাম। আমরা যেকোনো পরিস্থিতিতেই এখানেই থাকব।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিকল্পনা আমাদের নির্ধারিত সীমারেখার (রেড লাইন) সরাসরি লঙ্ঘন।

এটি বলছে, আমরা জোর দিয়ে বলতে চাই, ফিলিস্তিনি জনগণ কখনোই তাদের ভূমি বা পবিত্র স্থান ত্যাগ করবে না। আমরা ১৯৪৮ ও ১৯৬৭ সালের বিপর্যয়ের (নাকবা) পুনরাবৃত্তি হতে দেব না। আমাদের জনগণ দৃঢ়ভাবে টিকে থাকবে এবং নিজেদের মাতৃভূমি ছেড়ে যাবে না।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পকে গাজায়  যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার পাশাপাশি ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তারা গাজার শাসক সংস্থা হিসেবে দায়িত্ব চাওয়ার সঙ্গে সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

গাজা শাসন করা ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলছে, মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব থেকে বিরত থাকতে হবে, যা ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ফিলিস্তিনি জনগণের অধিকারবিরোধী। ফিলিস্তিনিরা সবচেয়ে বর্বর গণহত্যা এবং তাদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ জানিয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকেই এমনটি চলছে।

হামাসের পাশে থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) বলছে, ট্রাম্পের এই প্রস্তাব যুদ্ধাপরাধে উৎসাহ দেবে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, তাদের উচ্ছেদবিরোধী অবস্থান অটুট। আম্মান ট্রাম্প প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করতে চায়, যাতে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে সাহায্য করা যায়।

ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামকেও বিস্মিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অতি বাস্তবসম্মত নয়। তিনি বিশ্বাস করেন, এ অঞ্চলের আরব দেশগুলো এ প্রস্তাব প্রত্যাখ্যান করবে।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।