আফ্রিকার দেশ নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে দুর্ঘটনাটি ঘটে।
তবে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার বরাতে রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জ্বালানিবাহী ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, ট্রাকটির ব্রেকফেল করে এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশ কিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়। বিস্ফোরণের পর আগুনে পুড়েই ১৮ জন নিহত হন। তাদের মরদেহ এতোটাই দগ্ধ হয়েছে যে, তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।
তিনি বলেন, এই ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা অক্ষত রয়েছেন।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সপ্তাহখানেক আগেও দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এসএএইচ