ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬ এএম, জানুয়ারি ৩০, ২০২৫
যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ঘটনা ঘটেছে।  

সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর থেকে জানা যায়, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও হতাহতের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।  

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়।

ওয়াশিংটন, ডিসির বাসিন্দা আবাদি ইসমাইল নামের এক প্রত্যক্ষর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, পোটোম্যাক নদীতে উদ্ধার কার্যক্রম চলছে।  

আবাদি বলেন, আমি দুইটি অস্বাভাবিক শব্দ শুনেছি, যা আমি আগে কখনো শুনিনি এবং এটি যুদ্ধের মতো শোনাচ্ছিল। তিনি শব্দ শুনে দ্রুত জানালায় দৌড়ে যান কিন্তু বাইরে দেখেন শুধু ধোঁয়া উড়ছে। আবাদি জানান, এই ঘটনাটি স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটে।

দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
এমএম

বাংলাদেশ সময়: ১০:১৬ এএম, জানুয়ারি ৩০, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।